ঢাকা ২২ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় শিশু সন্তানকে পুড়িয়ে মারার পর মাকে পিটিয়ে হত্যা নবীনগরে সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসায় পিঠা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশের আমন্ত্রণে ঢাকা সফরে রাজি ভারতের পররাষ্ট্রমন্ত্রী অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী: ড. ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : ডিএমপি কমিশনার ৪০৮ আরোহী নিয়ে ভারতে জরুরি অবতরণ করল বিমান বাংলাদেশের ফ্লাইট সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরেছি: মিম সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ঘৃণার রেকর্ডসংখ্যক অভিযোগ মা হচ্ছেন অভিনেত্রী স্বাগতা

সাবেক এমপিদের ২৪ গাড়ি নিলামে

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  1:53 PM

news image

চট্টগ্রাম বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক কয়েকজন সংসদ সদস্যের (এমপি) আমদানি করা ২৪টি গাড়ি নিলামে ওঠানো হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেন্ডার বক্স উন্মুক্ত করেন কাস্টমস কর্মকর্তারা। তারা জানান, প্রত্যাশার চেয়ে অনেক কম দর পাওয়ায় গাড়িগুলো আবার নিলামে তোলা হতে পারে। এ নিয়ে সিদ্ধান্ত চাওয়া হবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে। জানা গেছে, সাবেক এমপিদের ২৪ গাড়ির পাশাপাশি অন্য ২০টি গাড়িও নিলামে তোলা হয়। সাবেক এমপিদের গাড়িগুলো টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের, যেগুলোর বেশির ভাগেরই দাম শোরুমে ৮ কোটি টাকার বেশি। তবে নিলামে মাত্র একটি গাড়ির সর্বোচ্চ দর উঠেছে তিন কোটি ১০ লাখ টাকা। শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪ গাড়ির মধ্যে ১৫টিতে আগ্রহী ক্রেতা থাকলেও তারা সংরক্ষিত দামের অর্ধেকেরও কম দর দিয়েছেন। এছাড়া ৯টি ল্যান্ড ক্রুজারের দামই হাঁকাননি কোনো ক্রেতা। 

যেসব সাবেক এমপির গাড়ি নিলামে উঠেছে

এস এম কামাল হোসাইন (খুলনা-৩), আবুল কালাম আজাদ (জামালপুর-৫), সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর-২), আক্তারউজ্জামান (গাজীপুর-৫), শাম্মী আহমেদ (সংরক্ষিত আসন-১৭), সুরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩), মোহাম্মদ আব্দুল ওয়াহেদ (ময়মনসিংহ-১১), মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-৪), এস এ কে একরামুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া-১), মো. নাসের শাহরিয়ার (ঝিনাইদহ-২), জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), শাহ সরোয়ার কবীর (গাইবান্ধা-২), মজিবুর রহমান মঞ্জু (বগুড়া-৫), মো. তৌহিদুজ্জামান (যশোর-২), আব্দুল মোতালেব (চট্টগ্রাম-১৫), সানজিদা খানম (সংরক্ষিত আসন-৩২), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), তারানা হালিম (সংরক্ষিত আসন-১৮), রুনু রেজা (সংরক্ষিত আসন-১২), মো. আসাদুজ্জামান (রংপুর-১), মো. সাদ্দাম হোসাইন (নীলফামারী-৩), মো. সাইফুল ইসলাম (ঢাকা-১৯), এবিএম আনিসুজ্জামান (ময়মনসিংহ-৭) এবং সাজ্জাদুল হাসান (নেত্রকোনা-৪)।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এস এ কে একরামুজ্জামান, জামালপুর-৫ আসনের আবুল কালাম আজাদ, ফরিদপুর-২ আসনের সৈয়দা সাজেদা চৌধুরী, ময়মনসিংহ-১১ আসনের মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, চট্টগ্রাম-১৫ আসনের আব্দুল মোতালেব, সংরক্ষিত আসনের সানজিদা খানম, ঢাকা-১৭ আসনের মোহাম্মদ আলী আরাফাত, নওগাঁ-৩ আসনের সুরেন্দ্রনাথ চক্রবর্তী, ঢাকা-১৯ আসনের মো. সাইফুল ইসলাম ও সংরক্ষিত আসনের রুনু রেজা।  এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো সাকিব হোসেন (নিলাম কর্মকর্তা) বলেন, সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ পর্যন্ত দর না আসায় সাবেক এমপিদের গাড়ি কেউ পাচ্ছে না। এ বিষয়ে নিলাম কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন তৎকালীন সংসদ সদস্যরা। সরকারের পটপরিবর্তনের পর গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড।  এরপর এই গাড়িগুলো যথাযথ শুল্ক দিয়ে খালাসের সুযোগ থাকলেও সেটি করেননি সাবেক সংসদ সদস্যরা। তাই এসব গাড়ি নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম