ঢাকা ১৩ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে : তারেক রহমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে বাড্ডায় চলন্ত বাসে আগুন গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম

#

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  1:20 PM

news image

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। আরেকটি বিশ্বকাপের আগে টাইগারদের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধছেন তিনি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাডভাইজার হলেন শ্রীধরন শ্রীরাম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের  টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল শ্রীধরন শ্রীরামকে। তবে টি-টোয়েন্টি দলের সর্বময় ক্ষমতাই ছিল এই ভারতীয় কোচের হাতে। সে সময় ইমপ্যাক্ট ও ইনটেন্ট বিষয়ক আলাপ দিয়ে বেশ সাড়া জাগিয়েছিলেন তিনি। বিশ্বকাপে টাইগাররা আশানুরূপ সাফল্য না পেলেও তার কাজ প্রশংসিত হয়েছিল। এবার ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ফের বাংলাদেশ ক্রিকেটে তার ডাক পড়ল। বিশ্বকাপের মাত্র দুই সপ্তাহ আগে বিসিবি জানিয়ে দিল, ভারতের মাটিতে বিশ্বকাপে টাইগারদের টেকনিক্যাল অ্যাডভাইজারের দায়িত্ব পালন করবেন শ্রীরাম। এশিয়া কাপ চলাকালীন কলম্বোতে টাইগারদের সাবেক এই টেকনিক্যাল কনসালট্যান্টের সাক্ষাৎকার নিয়েছিল সময় নিউজ। সে সময় জানিয়েছিলেন, ইচ্ছে থাকা সত্ত্বেও এই দায়িত্ব পালন করে যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে। তবে তার চোখে টাইগারদের উন্নতি ধরা পড়েছিল। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'ইচ্ছে ছিল, তবে বিসিবির ভিন্ন পরিকল্পনায় টাইগারদের সঙ্গে থাকা হয়নি'  কিন্তু ভারতের মাটিতে টাইগারদের পরামর্শ দেওয়ার দায়িত্বটা নিতে আপত্তি জানাননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম