ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির শিশু সাজিদের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি, বাদ সাকিব

#

স্পোর্টস ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৫,  12:15 PM

news image

আইপিএলের প্রাথমিক নিলাম তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় স্থান পাননি সাকিব আল হাসান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে তার ফেরাও আপাতত হচ্ছে না। চূড়ান্ত তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেকে এই তালিকায় আরও ছয়জন ক্রিকেটার রয়েছেন, যেখানে আছে চমকপ্রদ নামও। মুস্তাফিজের সঙ্গে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। সবচেয়ে চমকপ্রদ নামটি নিঃসন্দেহে রাকিবুল। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি এই স্পিনার এখনও বাংলাদেশ জাতীয় দলে খেলেননি। তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, তবে ২০২৩ এশিয়ান গেমসে তিনি জাতীয় দলে খেলেননি। যুব পর্যায়ের পর থেকে দেশের ঘরোয়া ক্রিকেটে রাকিবুল নিয়মিত খেলছেন। ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলেও তার উপস্থিতি নিয়মিত। তবে বিপিএলে তার রেকর্ড খুব উজ্জ্বল নয়; ২২ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন। সবমিলিয়ে ৬৯টি টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৬৯, ওভারপ্রতি রান হার ৬.৯০। দেশের বাইরে কোনো লিগে খেলার অভিজ্ঞতা নেই। আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় যে কেউ নাম লিখাতে পারতেন। এরপর দলগুলোর আগ্রহ অনুযায়ী গঠিত হয় চূড়ান্ত তালিকা। এবার প্রাথমিক তালিকায় ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার ছিলেন, যেখানে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন মাত্র ৩৫০ জন। রাকিবুলের চূড়ান্ত তালিকায় থাকা তাই বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে। চূড়ান্ত তালিকার ৩৫০ জনের মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪০ জন, বিদেশি ১১০ জন। এই ৩৫০ জনের মধ্যে নিলামে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। বিদেশি ক্রিকেটারের জন্য ৩১টি স্থান ফাঁকা রয়েছে। ভারতীয় ২৪০ জন ক্রিকেটারের মধ্যে ২২৪ জন আনক্যাপড। বিদেশি ক্রিকেটারের মধ্যে রাকিবুলসহ মাত্র ১৪ জন আনক্যাপড। আনক্যাপড হিসেবে গণ্য হয় যারা কখনও জাতীয় দলে খেলেননি, সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচের পাঁচ বছর পেরিয়ে গেছে বা পাঁচ বছর ধরে কেন্দ্রীয় চুক্তিতে নেই। মুস্তাফিজ নিজেকে নিলামে রেখেছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে, যেখানে পারিশ্রমিক ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে মোট ৪০ ক্রিকেটার রয়েছেন। আসন্ন আইপিএল নিলামের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার স্থান পেয়েছেন। তারা হলেন—মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। সাকিব আল হাসান ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিবন্ধিত হলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। মনোনীত বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক মনোযোগ আকর্ষণ করছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন। বাকি পাঁচজন ক্রিকেটারের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি নির্ধারিত হয়েছে। তারা হলেন—রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। বাংলাদেশি সাতজনের মধ্যে একমাত্র রাকিবুল হাসানই জাতীয় দলে খেলেননি। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। এই মুহূর্তে মুস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি খেলছেন। দুবাই ক্যাপিটালসের হয়ে অসাধারণ ফর্মে থাকা এই বাঁহাতি পেসারের দিকে আইপিএলের দলগুলোর নজর থাকবে নিশ্চিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম