বিনা খরচে হজ পালনের সুযোগ পাচ্ছেন যুদ্ধবিধ্বস্ত দুই হাজার ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন, ২০২৪, 12:56 PM
আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন, ২০২৪, 12:56 PM
বিনা খরচে হজ পালনের সুযোগ পাচ্ছেন যুদ্ধবিধ্বস্ত দুই হাজার ফিলিস্তিনি
ইসরায়েলের টানা আট মাসের আগ্রাসনে বিপর্যস্ত গাজার দুই হাজার বাসিন্দাকে বিনা খরচে হজ পালনের সুযোগ দিচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সোমবার (১০ জুন) সৌদি আরবে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে এই উদ্যোগের আওতায় দুই হাজার ফিলিস্তিনি সৌদি আরবে বিনা খরচে হজ পালনের সুযোগ পাবেন। বাদশাহ সালমানের নির্দেশে বলা হয়েছে, গাজা উপত্যকার শহীদদের পরিবার থেকে হজযাত্রীদের সৌদি আরবে আনার জন্য ‘হোস্টিং ইনিশিয়েটিভ ফর পিলগ্রিমস ফ্রম দ্য ফ্যামিলিস অব মার্টায়ার্স অ্যান্ড দ্য ওউন্ডেড ফ্রম দ্য গাজা স্ট্রিপ’ উদ্যোগ নিয়েছে সৌদি আরব।