নিজস্ব প্রতিনিধি
৩১ জানুয়ারি, ২০২৬, 12:48 PM
গোপালগঞ্জে এবার আনসার ক্যাম্পে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জ জেলা শহরের নিরাপত্তা ব্যবস্থার ওপর ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এবার আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন জেলা সদর দপ্তরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে অবস্থিত আনসার ও ভিডিপি জেলা সদর দফতরে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আনসার ক্যাম্পের ভেতরে দুটি ভবনের মাঝখানের ফাঁকা জায়গায় হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে ক্যাম্পের সদস্য ও আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। তবে অন্ধকারে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, ‘দুর্বৃত্তরা আনসার ক্যাম্পের ভেতরে দুটি ভবনের মাঝখানে একটি ককটেল নিক্ষেপ করে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’ উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় এবং ২৮ জানুয়ারি রাতে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।