ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এবার আনসার ক্যাম্পে ককটেল নিক্ষেপ ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ কঙ্গোতে খনি ধসে নারী-শিশুসহ দুই শতাধিক প্রাণহানি শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ সোনার রেকর্ড দামের পর বড় দরপতন নওগাঁয় ভ্যানে ডাম্প ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান ঢাকায় রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮ আজ যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৬,  11:03 AM

news image

ইরানের ওপর চাপ আরও বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং তেহরানের অর্থপাচারে সহায়তাকারী এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চলতি মাসে ইরানে সংঘটিত ভয়াবহ নিরাপত্তা অভিযানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি দায়ী। তার তত্ত্বাবধানে থাকা আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালায়, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের দাবি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে চলমান রক্তক্ষয়ী দমন-পীড়নের ঘটনায় সরাসরি হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন, যদিও ইরান সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথাও তিনি প্রকাশ করেছেন। শুক্রবার ঘোষিত আর্থিক নিষেধাজ্ঞার আওতায় আরও পাঁচজন ইরানি নিরাপত্তা কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব কর্মকর্তা ইরানি জনগণের বিরুদ্ধে সহিংস দমন-পীড়নে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়া ইরানি বিনিয়োগকারী বাবাক জানজানি এবং যুক্তরাজ্যে নিবন্ধিত দুটি ডিজিটাল সম্পদ বিনিময় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন ট্রেজারির দাবি, এসব প্ল্যাটফর্ম ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট অর্থ লেনদেন প্রক্রিয়াকরণে যুক্ত ছিল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞা এড়াতে এবং সাইবার অপরাধে অর্থায়নের জন্য ডিজিটাল সম্পদ ব্যবহারকারী ইরানি ক্ষমতাধর গোষ্ঠী ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযান অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, “ডুবতে থাকা জাহাজের ইঁদুরের মতো এই শাসকগোষ্ঠী ইরানি জনগণের কাছ থেকে লুট করা অর্থ বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাচার করতে মরিয়া হয়ে উঠেছে। নিশ্চিন্ত থাকুন, ট্রেজারি বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে।” সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম