ঢাকা ২৩ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত শুরু নিরাপদ সড়ক উপহার দিতে ব্যর্থ হবে না আগামী প্রজন্ম: ফাওজুল কবির জানা গেল বিশ্ব ইজতেমার সম্ভাব্য সময় নির্যাতন করতেই ২৫০ এসআই নিয়োগ দেয়া হয়েছিল: রিজভী কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোতে টাকা ধার করার সুযোগ আরও সীমিত হচ্ছে ২৫২ এসআইকে অব্যাহতির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’: উপকূলে আঘাত হানতে পারে প্রবল বেগে দ্রুত বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি হাসনাত আব্দুল্লাহর রাজধানীর ২৯ পয়েন্টে বসছে দেশীয় প্রযুক্তির ট্রাফিক ‘সিগন্যাল বাতি’

ফেনীর তিনটি আসনে আ'লীগের মনোনয়নপত্র জমা দেন ২৬ জন

#

২০ নভেম্বর, ২০২৩,  3:38 PM

news image

মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে নৌকার মাঝি হতে আওয়ামীলীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্তত ২৪ জন। আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয় থেকে ১৯ নভেম্বর রবিবার মনোনয়ন ফরম জমা দেন ১৫ জন এবং সোমবার জমা দেন আরো ৫ জন  প্রার্থী। নির্বাচন পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ১৮ নভেম্বর শনিবার থেকে সারা দেশের সংসদ সদস্য প্রার্থীরা আওয়ামীলীগের মনোনয়ন ফরম ক্রয় শুরু করেছেন। মনোনয়নপত্র জমা দেন, ফেনী ১ আসন থেকে ৯ জন, ফেনী ২ আসন থেকে ৫ জন, ফেনী ৩ আসন থেকে ১২ জন মনোনয়ন পত্র দিয়েছেন বলে জানা গেছে। ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী ও ছাগলনাইয়া) ভিআইপি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলেীগের ১নং নির্বাহী সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,

জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মিজানুর রহমান মজমুদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আবদুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী নেতা আবদুল কাদির ভূঁইয়া বাবু, ইলিয়াস জাকারিয়া জুয়েল, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাহাব উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ সমর্থক রোকেয়া বারী। ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী, ফেনীর সাবেক মেয়র মোশাররফ হোসেন  মিয়া হাজারী, আওয়ামী লীগ নেতা আমান উদ্দিন দুলাল ও ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া। ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে মনোনয়নপত্র জমা দেন সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ ও তাঁর সহধর্মিনী পারভীন আক্তার, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও দাগনভূঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামীলীলীগের সদস্য আবুল বাশার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট নিজান উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকরাম হোসেন হুমায়ান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেড এম কামরুল আনাম, চাকসু সাবেক জিএস আজিম উদ্দিন, আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিপির সদস্য একে আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হাজারী, জাপান আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম ভুট্টো । আগামী মঙ্গলবার পর্যন্ত আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে বলে জানা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম