তিরমিযী শরীফ ১-৬ খণ্ড ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত প্রসিদ্ধ হাদিস গ্রন্থ
২১ আগস্ট, ২০২৫, 1:19 PM
NL24 News
২১ আগস্ট, ২০২৫, 1:19 PM
তিরমিযী শরীফ ১-৬ খণ্ড ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত প্রসিদ্ধ হাদিস গ্রন্থ
ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ তিরমিযী শরীফ ১-৬ খণ্ড। দীর্ঘ গবেষণা ও যত্নশীল সম্পাদনার মাধ্যমে প্রকাশিত এই গ্রন্থ ইসলামী শিক্ষাপ্রেমী পাঠকদের কাছে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিযী (রহ.) সংকলিত তিরমিযী শরীফ সিহাহ সিত্তাহর (বিশ্বখ্যাত ছয় হাদিস গ্রন্থ) একটি। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সংস্করণে প্রতিটি হাদিস নির্ভুলভাবে অনুবাদ করা হয়েছে। পাশাপাশি বিষয়ভিত্তিক ব্যাখ্যা ও টীকা সংযোজন করা হয়েছে, যা সাধারণ পাঠক ও গবেষক উভয়ের জন্য সহজবোধ্য ও উপযোগী।
ফাউন্ডেশন সূত্র জানায়, তিরমিযী শরীফ ১-৬ খণ্ড প্রকাশের মূল উদ্দেশ্য হলো বাংলাভাষী পাঠকদের জন্য হাদিস শিক্ষাকে আরও সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করা। প্রতিটি খণ্ডে রয়েছে নির্দিষ্ট বিষয়ভিত্তিক অধ্যায়। প্রথম খণ্ডে ইবাদত, দ্বিতীয় খণ্ডে নামাজ ও রোজা, তৃতীয় খণ্ডে হজ ও জাকাত, চতুর্থ খণ্ডে আখলাক ও নৈতিকতা, পঞ্চম খণ্ডে ফিকহ এবং ষষ্ঠ খণ্ডে ইসলামী সমাজব্যবস্থার নানা দিক আলোচিত হয়েছে।
পাঠক মহলে ইতিমধ্যেই বইটির প্রতি প্রবল আগ্রহ দেখা দিয়েছে। গুগলে প্রতিদিন অসংখ্য মানুষ “তিরমিযী শরীফ”, “তিরমিযী শরীফ ১-৬ খণ্ড” এবং “ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত তিরমিযী শরীফ” লিখে অনুসন্ধান করছেন। বই বিক্রেতারাও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত এই গ্রন্থ বিক্রয়ের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
একজন পাঠক জানান, “তিরমিযী শরীফ পড়ার মাধ্যমে ইসলামের মৌলিক শিক্ষা ও আমল সম্পর্কে বিস্তারিত জানা যায়। ইসলামিক ফাউন্ডেশনের সংস্করণ হওয়ায় নির্ভরযোগ্যতা নিয়েও কোনো সংশয় থাকে না।”
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন গত কয়েক দশক ধরে কোরআন, হাদিস, তাফসির ও ইসলামী ইতিহাসের বহু গ্রন্থ প্রকাশ করেছে। তবে তিরমিযী শরীফ ১-৬ খণ্ড তাদের প্রকাশনার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই গ্রন্থটি এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করার সুযোগ রয়েছে। বিশ্বস্ত ইসলামী অনলাইন বুকশপ ইসলামিক বণিক ডটকম-এ বইটি অর্ডার করা যাবে। ওয়েবসাইট: www.islamicbonik.com। একইসাথে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে এই নম্বরে: ০১৭১৯-৩০১৮২৭। এ ছাড়া ইউটিউবে এই মোবাইল নম্বর দিয়ে সার্চ করলেও ইসলামী বইয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।