ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

ইমরান খানকেও টপকে গেলেন সাজিদ

#

স্পোর্টস ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২১,  10:37 AM

news image

প্রথম তিন টেস্টে ঝুলিতে ছিল মাত্র ছয় উইকেট, তবে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংসেই বদলে গেল ছবিটা। সরাসরি পাকিস্তানের সর্বকালীন ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে একই তালিকায় ঢুকে পড়লেন সাজিদ খান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে নিজের পারফরম্যান্সে পেছনে ফেলে দিলেন ইমরান খানকে। ঢাকা টেস্টে প্রায় দুই দিনের খেলা বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে যাওয়ার পর পাকিস্তান-বাংলাদেশের ম্যাচ ড্র-র দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছিল।

তবে কার্যত একাই সব হিসেব-নিকেশ লণ্ডভণ্ড করে দিলেন সাজিদ। ডানহাতি এই অফব্রেক বোলারের দাপটে দ্বিতীয় টেস্টে ইনিংসে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫ ওভার বল করে ৪২ রান দিয়ে একাই ৮টি উইকেট দখল করেন নেন তিনি। এছাড়া দ্বিতীয় ইনিংসেও ৮৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে বল হাতে সর্বকালের চতুর্থ সেরা পারফরম্যান্স দিলেন। অন্তত পরিসংখ্যানের দিক থেকে তো বটেই। পাকিস্তানের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড আব্দুল কাদিরের। ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬ রানে ৯ উইকেট নেন তিনি। তার আগে ১৯৭৯ সালে সরফরাজ নেওয়াজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন। ২০১৮ সালে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ রানে ৮ উইকেট নিয়েছিলেন ইয়াসির শাহ। তারপরই জায়গা করে নিলেন সাজিদ। ইমরান খানও ৮ উইকেট নিয়েছেন এক ইনিংসে। ১৯৮২ সালে লাহোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৮ রানে ৮ উইকেট নিয়েছিলেন ইমরান খান; কিন্তু রান খরচের হিসেবে বর্তমান পাকিস্তান প্রধানমন্ত্রীকে টপকে গেলেন সাজিদ।  পাকিস্তান এই ম্যাচে জয়ের যে বিন্দুমাত্র সম্ভাবনাও তৈরি করতে পেরেছে, তার গোটা কৃতিত্বটাই চতুর্থ দিনে সাজিদের বিধ্বংসী স্পেলের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম