ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ১ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ: ৭৬ রানে অলআউট বেইলি রোডের কান্নাতেও কারও ‘ঘুম’ ভাঙেনি আসছে সাড়ে ৮ লাখ কোটি টাকার বাজেট আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮ নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা মন্দা কাটছে না, কমেছে কাঁচামাল আমদানি

৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  2:50 PM

news image

নির্বাচনব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১৯) বিকেলে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে, ছাত্র-জনতার রক্তাক্ত বিপ্লবে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ১১ সেপ্টেম্বর এসব কমিশন গঠন করে।

সংস্কার কমিশনের প্রধান যারা

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার একজন অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা 'দ্য হাঙ্গার প্রজেক্ট'-এর বাংলাদেশি শাখার পরিচালক ও বৈশ্বিক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফর রাজ হোসেন। তিনি সাবেক জনপ্রশাসন সচিব। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। তিনি ২০০৯ সালের জুলাইয়ে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক। ২০১৫ সালের মে মাসে তিনি বিশ্বব্যাংক কর্তৃক গ্লোবাল পার্টনারশিপ ফোরাম ফর সোশ্যাল অ্যাকাউন্টিবিলিটি অ্যাওয়ার্ডে ভূষিত হন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান করা হয় আবদুল মুয়ীদ চৌধুরীকে। তিনি সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়াও তিনি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একাধিক মন্ত্রণালয়ে সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম