ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা কাল সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা ‘প্রশাসনের পক্ষ’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এনসিপি-বিএনপির আ.লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিচ্ছে ডিএমপি ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াতের আমির চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

হ্যাকার ধরিয়ে দিলে মিলবে পুরস্কার!

#

০৯ নভেম্বর, ২০২১,  10:36 AM

news image

ডার্কসাইড নামক পরিচিত একটি হ্যাকিং দল সম্পর্কে তথ্য দিতে পারলে দশ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের পূর্বতীরের জ্বালানি তেল সরবরাহব্যবস্থায় গত মে মাসে এক র‌্যানসমওয়্যার আক্রমণ হয়। থমকে যায় ওই অঞ্চলের ৪৫ শতাংশ জ্বালানি তেলের সরবরাহকারী কলোনিয়াল পাইপলাইন। ফলে কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির কাজ। র‌্যানসমওয়্যার আক্রমণটি করেছিল ‘ডার্কসাইড’ নামে হ্যাকারদের একটি দল। এই হ্যাকিং প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের পরিচয় বা অবস্থান সম্পর্কে জানাতে পারলে রিওয়ার্ড ফর জাস্টিস প্রকল্পের আওতায় মিলবে পুরস্কারের অর্থ। একই সঙ্গে এ আক্রমণের মতো একই ধরনের যে কোনো সাইবার আক্রমণের পরিকল্পনাকারী বা আক্রমণে অংশগ্রহণকারী যে কারও তথ্য দিলে মিলবে আরও ৫ মিলিয়ন ইউএস ডলার। প্রযুক্তিসাইট ভার্জ বলছে, হ্যাকাররা খুব দ্রুতই ইউজার নেম, অবস্থান ও পরিচয় পরিবর্তন করে ফেলতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্র সরকার এত বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা দিয়েছে। অন্যদিকে কলোনিয়াল পাইপালাইনে আক্রমণের পর থেকে তেমন কোনো কার্যালাপে দেখা যাচ্ছে না ডার্কসাইডকে। মার্কিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারণা করছেন, একই ধরনের হ্যাকিং টুল ও কৌশল দিয়ে ‘ব্ল্যাকম্যাটার’ নামে নতুন দল তৈরি করেছে ডার্কসাইডের সদস্যরা। তা দিয়ে নিজেদের হ্যাকিং কর্মকা- চালিয়ে যাচ্ছে তারা। উল্লেখ্য, র‌্যানসমওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার। তা কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে দিয়ে তথ্য ও ফাইল হ্যাক করা হয়। এর পর অর্থের বিনিময়ে ওই ফাইল ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে হ্যাকাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম