ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

গুগল সার্চে এআই মোড চালু: ব্যবহার করবেন যেভাবে

#

২৭ আগস্ট, ২০২৫,  10:42 AM

news image

সার্চ অভিজ্ঞতা আরও উন্নত করতে গুগল তাদের সার্চ ইঞ্জিনে এআই মোড উন্মুক্ত করেছে। যুক্তরাজ্য, ভারত ও যুক্তরাষ্ট্রে সফল পরীক্ষার পর এবার ১৮০টি দেশ ও অঞ্চলে এ সুবিধা চালু হলো। গুগলের ঘোষণা অনুযায়ী, নতুন এআই মোড ব্যবহারকারীদের আগ্রহ অনুযায়ী স্বতন্ত্র ও দ্রুত উত্তর দেবে। এতে বিশ্লেষণ, তুলনা ও বিশদ তথ্য খোঁজার কাজ সহজ হবে।

এআই মোড কী?

এটি গুগল সার্চের একটি নতুন ট্যাব, যেখানে ব্যবহারকারীরা এআই-ভিত্তিক বিস্তৃত ও সংক্ষেপিত উত্তর পাবেন। ফলে নিজে তুলনা বা বিশ্লেষণ না করেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

নতুন ফিচার ও সুবিধা

এজেন্টিক এক্সপেরিয়েন্স: এখন এআই মোডে সহজে রেস্টুরেন্ট রিজার্ভেশন খোঁজা যাবে। শিগগিরই লোকাল সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট ও ইভেন্ট টিকিট বুকিং সুবিধাও যোগ হবে।

ব্যক্তিগতকৃত প্রেফারেন্স: যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে সাইন আপ করা ব্যবহারকারীরা খাবার ও রেস্টুরেন্ট সম্পর্কিত ফলাফলে নিজের স্বাদ অনুযায়ী তথ্য দেখতে পাচ্ছেন।

লিঙ্ক শেয়ারিং: এআই মোডের উত্তর অন্যের সাথে লিঙ্ক আকারে শেয়ার করা যাবে। লিঙ্ক গ্রহণকারীরা চাইলে সেখান থেকে আবার প্রশ্ন করে অনুসন্ধান চালিয়ে যেতে পারবেন।

এআই মোড কীভাবে কাজ করে?

এটি “কোয়েরি ফ্যান-আউট” পদ্ধতি ব্যবহার করে। অর্থাৎ একসঙ্গে একাধিক সাবটপিক ও তথ্য উৎস থেকে অনুসন্ধান চালায় এবং ফলাফল একত্রিত করে উত্তর প্রদান করে। টেক্সট, ভয়েস ও ইমেজ সার্চ সমর্থন করে। কথোপকথনধর্মী ফলো-আপ প্রশ্নও করা যাবে, যেমনটি গুগলের জেমিনি বা এআই ওভারভিউতে দেখা গেছে।

কোন ভাষায় পাওয়া যাবে?

বর্তমানে এআই মোড কেবল ইংরেজি ভাষায় চালু হয়েছে। তবে ধাপে ধাপে আরও ভাষায় এটি সম্প্রসারণের পরিকল্পনা করছে গুগল।

কেন গুরুত্বপূর্ণ?

গুগল এআই মোডকে ভবিষ্যতের সার্চ অভিজ্ঞতার নতুন দিক হিসেবে দেখছে। ব্যবহারকারীরা দ্রুত ও প্রাসঙ্গিক তথ্য পাবেন। একইসঙ্গে ওয়েবসাইট মালিক ও মার্কেটাররা বুঝতে পারবেন—কীভাবে তাদের সাইট বা ব্যবসার ওপর নতুন এআই সার্চ প্রভাব ফেলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম