স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৬, 10:43 AM
সরাসরি শেষ ষোলোতে লিভারপুল ও বার্সেলোনা
আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের দেখানো পথে হেঁটে চ্যাম্পিয়ন্স লিগের সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল আরও ছয়টি দল। লিগ পর্বের সমীকরণ শেষে সেরা আটে জায়গা করে নিয়েছে লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি এবং ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ও পিএসজির মতো জায়ান্টদের খেলতে হবে প্লে-অফ রাউন্ড। লিগপর্বের শেষ ম্যাচে অ্যানফিল্ডে কারাবাগ এফসির বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায় লিভারপুল। দলের হয়ে জোড়া গোল করেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। একটি করে গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ, মোহাম্মদ সালাহ, হুগো একিতিকে ও ফেদেরিকো চিয়েজা। আট ম্যাচে ছয় জয় ও দুই হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে লিগপর্ব শেষ করেছে ইংলিশ ক্লাবটি। বার্সেলোনা নিজেদের মাঠে কোপেনহেগেনকে ৪-০ গোলে হারায়। এই ম্যাচে গোল করেন রবার্ট লেভানডোভস্কি, লামিন ইয়ামাল, রাফিনহা ও মার্কাস রাশফোর্ড। পাঁচ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে কাতালান ক্লাবটি। টেবিলের চার নম্বরে থাকা টটেনহ্যাম শেষ ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। নবম থেকে চব্বিশতম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ ম্যাচ। এই দলে রয়েছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, আটালান্টা, লেভারকুসেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোদো/গ্লিমট ও বেনফিকা। এই প্লে-অফ থেকে জয়ী আটটি দল শেষ ষোলোর বাকি আটটি টিকিট পাবে।