ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৬,  4:57 PM

news image

আইপিএল থেকে বাদ পড়া, বিশ্বকাপ থেকে জাতীয় দলের বাদ পড়া— এতসব দুঃসংবাদের মাঝে এবার আইসিসি থেকে একটা সুখবর এলো মোস্তাফিজুর রহমানের জন্য। গত এক সপ্তাহে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন টাইগার পেসার। বুধবার (২৮ জানুয়ারি) পুরুষদের র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সবশেষ আপডেটে বোলারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। তার রেটিং পয়েন্ট এখন ৬৬৫। সেরা দশে বাংলাদেশের একমাত্র বোলার তিনি। র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রিশাদ হোসেনও। এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬১৯। তবে, অবনতি হয়েছে শেখ মেহেদী হাসানের। দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন তিনি। নাসুম আহমেদ ২৬ নম্বরে আছেন, তার অবস্থান অপরিবর্তিত। এছাড়া, তানজিম হাসান সাকিব এক ধাপ এগিয়ে ৩৫ নম্বরে, তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫৩ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে রয়েছেন বরুণ চক্রবর্তী। তার রেটিং ৭৮৭। বোলারদের র‌্যাঙ্কিংয়ে টাইগারদের উন্নতি হলেও অবনতি হয়েছে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে। তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে এখন ১৮ নম্বরে। পারভেজ হোসেন ইমন এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৯ নম্বরে। এক ধাপ পিছিয়ে ৪০ নম্বরে আছেন সাইফ হাসান। তাওহীদ হৃদয় অপরিবর্তিত ৪২ আর লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে অবস্থান করছেন। চার ধাপ পিছিয়ে জাকের আলীর অবস্থান ৭১ নম্বরে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৯২৯ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন অভিষেক শর্মা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম