ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

#

২৭ জানুয়ারি, ২০২৬,  11:12 AM

news image

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের লিয়াকত হোসেনের পুত্র মো. হাবিবুর রহমান (৩৫) আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ২৭ জানুয়ারি গভীর রাতে কালিগঞ্জ সেনা ক্যাম্প ও ১৭ বিজিবির সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে মো. হাবিবুর রহমানকে নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তার বসতবাড়ির সামনে রাখা ধানের গোলার ভেতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ঘরের ভেতর থেকে একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে সকাল ৮টা ৩০ মিনিটে আটক আসামিকে উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়, যা ১৭ বিজিবির মাধ্যমে সম্পন্ন হয়। এ বিষয়ে সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম