ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট দেশের ৮ জেলায় বৃষ্টির আভাস গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ পথচারী ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ১২ সরকারি চাকুরেরা কোনো পক্ষ নিতে পারবেন না নড়াইলে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে প্রজ্ঞাপন

নড়াইলে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৬,  11:51 AM

news image

নড়াইলের কালিয়ায় নিখোঁজের এক মাস আট দিন পর সেপটিক ট্যাংক থেকে সুমি ওরফে আলপনা (৩৫) নামে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শুক্তগ্রামের বাবরা-হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী আল-আমিন মন্ডল ওরফে ইরানুরকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার শুক্তগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা আল-আমিন মন্ডল ওরফে ইরানুরের স্ত্রী সুমি ওরফে আলপনা গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন ২০ ডিসেম্বর নিহতের ভাই মো. সাকিব মোল্যা কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আলপনার স্বামীকে হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্বজনরা জানান, সন্দেহ ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে পরিবারে প্রায়ই কলহ চলছিল। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, নিখোঁজের ঘটনায় জিডির পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী হত্যার কথা স্বীকার করেন এবং তার দেখানো স্থানে সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম