শিক্ষার্থীদের ঘাটতি পোষাতে সরকার চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২২, 4:33 PM
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২২, 4:33 PM
শিক্ষার্থীদের ঘাটতি পোষাতে সরকার চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী
বরিশালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের করোনাকালীন ঘাটতি পোষাতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। শনিবার (১৯ মার্চ) সকালে বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। করোনাকালে অনলাইনে ৬০ ভাগ এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে ৯৩ ভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। এক বছরে এটি কাটিয়ে ওঠা সম্ভব নাও হতে পারে। এ কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবার সহযোগিতা কামনা করছি। ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে বরিশাল বিমানবন্দরে যাত্রা বিরতী করেন শিক্ষামন্ত্রী।