ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট দেশের ৮ জেলায় বৃষ্টির আভাস গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ পথচারী ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ১২

কিশোরদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সর্বমিত্র চাকমাকে শোকজ

#

ঢাবি প্রতিনিধি:

২৭ জানুয়ারি, ২০২৬,  11:02 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে খেলতে আসায় প্রায় একদল কিশোর ও তরুণকে কানে ধরে ওঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাব পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় একদল কিশোরকে একটি সারিতে দাঁড় করিয়ে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, লাঠি হাতে পায়চারি করে ঐ কিশোরদের কানে ধরে ওঠবস করাচ্ছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। পাশাপাশি আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে কেন্দ্রীয় মাঠের বাস্কেটবল কোর্টের পাশেও একইভাবে একদল কিশোরকে কান ধরে ওঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। ভিডিওগুলো ছড়ানোর পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। এরই মধ্যে সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা। পদত্যাগের কারণ হিসেবে ‘খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা’ ও ‘প্রশাসনের স্থবিরতার অভিযোগের’ কথা তুলে ধরেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম