শিক্ষককে পিটিয়ে হত্যা : সেই কলেজের গভর্নিং বডির কমিটি স্থগিত
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২২, 4:15 PM
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২২, 4:15 PM
শিক্ষককে পিটিয়ে হত্যা : সেই কলেজের গভর্নিং বডির কমিটি স্থগিত
ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির এডহক কমিটি আজ স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শিক্ষা বোর্ডের সিদ্ধান্তক্রমে ওই কলেজের গভর্নিং বডির এডহক কমিটি স্থগিত করা হয়েছে। গত ২৫ জুন আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আশরাফুল আহসান জিতু ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে অতর্কিত হামলা চালায় শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর।
প্রথমে ওই ছাত্র শিক্ষকের মাথায় আঘাত করে এবং পরে স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ ছাড়া স্টাম্পের সূচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশেও আঘাত করে জিতু। পরে শিক্ষক উৎপল কুমার সরকারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৭ জুন) ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গতকাল বুধবার জিতুকে গ্রেপ্তার করে র্যাব। পরে আদালতের মাধ্যমে র্যাব ১০দিনের রিমান্ড আবেদন করেন।