
নিজস্ব প্রতিনিধি
১৫ জানুয়ারি, ২০২২, 8:10 PM

শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত ১০
ছবি : সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে।হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিনদফা দাবিতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বরাবর লিখিত দিয়েছেন হলটির ছাত্রীরা।
এতে ফলপ্রসূ সমাধান না পেয়ে ছাত্রীরা ফের ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। তিন দফা দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে আজ শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনরত ছাত্রীরা। এছাড়া গতকাল বিকেলে প্রভোস্টের রুমে তালা ঝুলিয়েছেন তারা। আজ বিকেল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের রাস্তা অবরোধ করে এবং বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কিলো রোডের রাস্তা বন্ধ করে দেন তারা। গত বৃহস্পতিবার রাতে হলের সমস্যা নিয়ে শিক্ষার্থীরা রিডিং রুমে বসে আলোচনা করেন। সমস্যার কথাগুলো প্রভোস্টকে বলার জন্য হলে আসার অনুরোধ জানান। তখন প্রভোস্ট অসুস্থতার কথা জানালে ছাত্রীরা প্রভোস্ট বডির একজন সদস্যকে অল্প সময়ের জন্য হলে আসার অনুরোধ জানান এবং বিষয়টি জরুরি বলে উল্লেখ করলে প্রভোস্ট শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এরপরে শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন।