ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

মাঙ্কিপক্স: সংক্রমণ ঠেকানো নিয়ে যা বলছে ডব্লিউএইচও

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২২,  10:24 AM

news image

মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণকে বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথন। তবে বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসটির সংক্রমণ ঠেকানো সম্ভব বলেও আশাবাদী ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, সঠিক কৌশল গ্রহণের পাশাপাশি এর জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে উঠেছে মাঙ্কিপক্স। নীরবে একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে জানা যায়, এরই মধ্যে বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

সোমবার (২৫ জুলাই) নতুন করে জাপানে প্রথমবারের মতো মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে ভারতে মাঙ্কিপক্স আক্রান্ত চতুর্থ রোগী ধরা পড়েছে।  এ অবস্থায় ভাইরাসটি নিয়ে দুশ্চিন্তায় বিশ্ববাসী। বিশ্বের বিভিন্ন দেশে মাক্সিপক্সের এ সংক্রমণকে সতর্কবার্তা হিসেবে অ্যাখ্যা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথন। সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবসময় প্রাণঘাতী সব রোগের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।  মাঙ্কিপক্স ছড়িয়ে পড়লেও ভাইরাসটির সংক্রমণ ঠেকানো সম্ভব বলে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এ জন্য সঠিক কৌশল গ্রহণ ও সম্মিলিত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে জানান মাঙ্কিপক্স বিষয়ক টেকনিক্যাল প্রধান রোজামুন্ড লুইস।  তিনি বলেন, এ মুহূর্তে সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে মাঙ্কিপক্সের সংক্রমণ থামানো সম্ভব। তবে সময় বয়ে যাচ্ছে। পদক্ষেপ বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে ভাইরাসটি মোকাবিলায় নতুন ইমভানেক্স টিকা বাজারজাতের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারির একদিন পরই এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বব্যাপী টিকা সরবরাহ নিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলোচনা চলছে বলে জানান লুইস। মাঙ্কিপক্সে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম