ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

ভোলায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ আহত ১০

#

২৭ জানুয়ারি, ২০২৬,  11:05 AM

news image

আহসানুল হক সাদ্দাম: ভোলার লালমোহন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন এবং বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন ডা.আহাজার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-  শিল্পী রানী (৫৫) ও তুষার দাস (২৫) তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার বাসিন্দা।  তবে অটোরিকশা চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা  জানান,যাত্রীবাহী বাসটি ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। অপরদিক চরফ্যাশন থেকে আসা অটো রিক্সাটি  যাত্রী নিয়ে লালমোহনের দিকে আসছিল । এসময় বাস এবং অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে রিকশার চালকসহ আরও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাঁদে উল্টে পড়ে। বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। লালমোহন থানা (ওসি) মো.অলিউল ইসলাম জানান, অটো চালক ও দুই যাত্রী  সহ   ৩ জন নিহত হয়েছে।  বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খবর পাওয়ার ২-৩ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি এবং আহতদের জরুরি ভিক্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম