NL24 News
২৫ জানুয়ারি, ২০২৬, 10:46 AM
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক
আহসানুল হক সাদ্দাম: ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মো:ছেন্টু (৬৩) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি দৌলতখান উপজেলা সৈয়দপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের আবুল কাশেম এর ছেলে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা বিএন লেঃ মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার দৌলতখান থানাধীন ডালি বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ১ লক্ষ ৩২ হাজার ৩০০ টাকা মূল্যের ২১৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৩৮ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।