NL24 News
২৫ জানুয়ারি, ২০২৬, 10:47 AM
বামনায় বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা
মাসুদ রেজা ফয়সালঃ বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত এ জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল ইসলাম মনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের কল্যাণে বিএনপির রাজনৈতিক দর্শন ও কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন। সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থীকে বিজয়ী করা জরুরি। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তারা। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ জনসভাকে ঘিরে বুকাবুনিয়া স্টেডিয়াম ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।