ঢাকা ২৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের জনসভায় তারেক রহমান জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীসহ নিহত ২ বিএনপির বিদ্রোহীদের সমর্থন দিলেই শাস্তি চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান চট্টগ্রামে তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা আজকের স্বর্ণের দাম বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি

বিএনপির বিদ্রোহীদের সমর্থন দিলেই শাস্তি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৬,  11:14 AM

news image

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন আসনে দলের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যারা কাজ করবে বা সমর্থন দেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। বিদ্রোহী প্রার্থীদের যেমন বহিষ্কার করা হয়েছে, তেমনি তাদেরকেও বহিষ্কার করা হবে। এই অভিযোগে ইতোমধ্যে দু’জনকে সাংগঠনিক শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। সামনেও এই প্রক্রিয়া চলমান থাকবে। ওদিকে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হলেও শেষ পর্যন্ত যদি তারা মাঠে থাকেন তাহলে দলীয় মনোনীত প্রার্থী ও মিত্রদের সমর্থন দেওয়া অনেক আসনে বিএনপিকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এমনকি আসনগুলো হাতছাড়া হওয়ার ঝুঁকিও রয়েছে বলে মনে করছেন বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র এবং তৃণমূলের নেতারা। তাদের ভাষ্য, নির্বাচনে যেসব আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রয়েছে, তাদের নিজস্ব ভোটের বলয় রয়েছে। এসব আসনের ফলাফল বিএনপি’র ঘরে তুলতে বেগ পেতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যেসব নেতা সংসদ নির্বাচনে স্বতস্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। গত বুধবার ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়। এর আগে আরও ১২ জন্য প্রার্থীকে বহিষ্কার করা হয়। সবমিলে এ পর্যন্ত ৭২ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকি শুভকে বহিষ্কার করা হয়। তিনি জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ছিলেন। এদিন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. সাদিকুর রহমানকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। লেবার পার্টির চেয়ারম্যান / জামায়াত আমিরের মধ্যে খোমেনি-মাহাথিরকে দেখছে দেশের মানুষ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমকে বলেন, তৃণমূলের কোনো নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের পক্ষে, সেটা যদি প্রকাশ্যে প্রমাণ পাওয়া যায় যে-তিনি বিদ্রোহীর সঙ্গে কাজ করছেন, বক্তৃতা করছেন-এমন রেকর্ড পাওয়া যায় তাহলে নিশ্চিয়ই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এর মধ্যে স্বতস্ত্র প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। অনেকেই এরমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আর বিদ্রোহীর পক্ষে থাকার এখন পর্যন্ত দু’একজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। যেগুলোর ডকুমেন্ট কিংবা ভিডিও এসেছে তা দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র : দেশ টিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম