ঢাকা ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে ফুটপাত ও হকারমুক্ত করায় স্বস্তিতে লাখো শ্রমিক ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা ক্যাসিনো সম্রাটের সাজা ঘোষণা আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর বিপুল সংখ্যক জামিন দেওয়ায় হাইকোর্টের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা তলব ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই’

বিশ্ব বাজারে ফের দাম বাড়ল জ্বালানি তেলের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২২,  2:00 PM

news image

জ্বালানি তেলের সরবরাহের সীমাবদ্ধতা এবং রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণের উদ্বেগ মধ্যে দিয়ে শুক্রবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। সূত্র বলছে, চীন চন্দ্র নববর্ষকে ঘিরে অপরিশোধিত তেল রিজার্ভ থেকে তেল বাজারে ছাড়বে, তা সত্ত্বেও এ সপ্তাহের চতুর্থ বারের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৯ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে বিগত দুই মাসের সর্বোচ্চ ব্যারেল প্রতি ৮৬ দশমিক শূন্য ৬ ডলারে উঠে এসেছে।

এ সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ দিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৩ দশমিক ৮২ ডলারে স্থির হয়েছে। এ সপ্তাহের জ্বালানিটির দর ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। গত অক্টোবরের শেষের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দর সর্বোচ্চ অবস্থানে রয়েছে। প্রাইস ফিউচার গ্রুপের সিনিয়র বিশ্লেষক ফিল ফ্লিন বলেছেন, মানুষ এখন বুঝতে পারছে বিশ্বব্যাপী সরবরাহের বিপরীতে চাহিদার পরিস্থিতি বেশ সংকটপূর্ণ। এটি বাজারে তেলের দাম আরও বাড়াতে প্রভাবিত করছে। তিনি আরও জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটি মার্টিন লুথার কিং জুনিয়র দিবসের ছুটির কারণে ব্যবসায়ীরা কম ট্রেডিং ভলিউম দেখার আশঙ্কায় সরবরাহ কমিয়ে দিয়েছে।   নিউইয়র্কের অ্যাগেইন ক্যাপিটাল ম্যানেজমেন্টের অংশীদার জন কিল্ডফ বলেছেন, ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে তেলের দাম বাড়ছে। এদিকে বেশ কয়েকটি ব্যাংক পূর্বাভাস দিয়েছে যে, এ বছর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম