আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে ফুটপাত ও হকারমুক্ত করায় স্বস্তিতে লাখো শ্রমিক
২৮ অক্টোবর, ২০২৫, 3:49 PM
NL24 News
২৮ অক্টোবর, ২০২৫, 3:49 PM
আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে ফুটপাত ও হকারমুক্ত করায় স্বস্তিতে লাখো শ্রমিক
ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ার নবীনগর–চন্দ্রা মহাসড়কের ঢাকাগামী লেনের ফুটপাত ও ভাদাইলগামী রাস্তায় নির্বিঘ্নে চলাচলের জন্য হকারমুক্ত করেছে স্থানীয় এলাকাবাসী। এতে দীর্ঘদিনের ভোগান্তি কমেছে কয়েক লাখ মানুষের। ২৮শে অক্টোবর মঙ্গলবার সকালে ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন (ডিইপিজেড) পুরাতন জোনের বিপরীতে মহাসড়কের ফুটপাত হকারমুক্ত করা হয়। এলাকাবাসী জানান, ডিইপিজেড থেকে ভাদাইলমুখী আঞ্চলিক সড়কের মুখে ফুটপাতটি দীর্ঘদিন ধরে হকারদের দখলে ছিল। ফলে মহাসড়ক ও সংযোগ সড়কে প্রায়ই যানজট লেগে থাকত। এতে ভাদাইল এলাকায় বসবাসরত কয়েক লাখ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হতো। বিশেষ করে শ্রমিক, শিক্ষার্থী ও রোগীরা নিয়মিত বিড়ম্বনার শিকার হতেন। জুবায়ের নামের এক বাসিন্দা বলেন, খুব ভালো একটা কাজ হয়েছে। আগে এই রাস্তায় প্রায়ই যানজট লাগত, এখন আশা করা যায় চলাচল অনেক সহজ হবে। সবাই যদি এভাবে সচেতন থাকি, এলাকা আরও সুন্দর হবে।’ গাড়িচালক মনিরুল বলেন, ফুটপাত হকারমুক্ত হওয়ায় রাস্তা অনেক পরিষ্কার হয়েছে, আগের মতো আর জ্যাম লাগবে না। স্থানীয় রফিকুল ইসলাম বলেন,ভাদাইলের যুবসমাজ আজ দীর্ঘদিনের ভোগান্তি থেকে গ্রামবাসীকে মুক্তি দিয়েছে, এতে আমরা খুব খুশি। ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক হাজী মো. ইসরাফিল হোসেন বলেন, ‘হকারদের দখলে থাকার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে প্রতিনিয়ত যানজট তৈরি হতো। তাই ক্লাবের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবকদের সঙ্গে নিয়ে ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নিয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আবুল কালাম আজাদ,আলী হোসেন,দীন মোহাম্মদ,মকবুল হোসেন,আলমগীর হোসেন,ইয়ার হেসেন,সুলতান, মাসুদ প্রমুখ।