নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, 11:13 AM
বিকেলে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে আইসিসি। এ জন্য আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ক্রিকেটারদের অবহিত করা হবে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। পাশাপাশি ক্রিকেটারদের মতামতও শুনবেন উপদেষ্টা। এর আগে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছিলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হয়নি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের (২২ জানুয়ারি) বৈঠকে বিশ্বকাপে অংশ নেয়া ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি ও সরকারের অবস্থান ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। সূত্রের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ও মতামত শোনার পাশাপাশি চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় বিষয়েও আলোচনা করবেন আসিফ নজরুল। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দেশটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে উল্লেখ করে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন জানিয়েছিল বিসিবি।