
আইটি ডেস্ক
০৩ ফেব্রুয়ারি, ২০২২, 4:50 PM

ফেসবুকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমেছে
ফেসবুকের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় পতন ঘটেছে বলে জানিয়েছে এর মূল কোম্পানি মেটা নেটওয়ার্কস। তাদের হিসাবে ফেইসবুকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী বা ডিএইউ ডিসেম্বর পর্যন্ত শেষ তিন মাসে ১৯২ কোটি ৯০ লাখে নেমেছে, যা আগের তিন মাসে ছিল ১৯৩ কোটি। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইউটিউব ও টিকটকের মত প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় এবং বিজ্ঞাপনদাতারা খরচ কমানোয় আয়ের প্রবৃদ্ধিও কমতে পারে বলে ধারণা করছে মেটা। বুধবার নিউ ইয়র্কের শেয়ার বাজারে শেষ বেলার লেনদেনে মেটার শেয়ারের দর পড়ে গেছে ২০ শতাংশ। টুইটার, স্ন্যাপ ও পিনটারেস্টের মত অন্যান্য সোশাল মিডিয়া কোম্পানির শেয়ারের দামেও বড় পতন হয়েছে।