ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

পয়েন্ট হারিয়ে বাদ পড়ার শঙ্কায় বার্সেলোনা

#

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২১,  10:45 AM

news image

নকআউট পর্বে যেতে জয় ছাড়া বিকল্প ছিল না বার্সেলোনার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আশা জাগিয়েও পারল না কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বেনফিকার বিপক্ষে ড্র করে বসল বার্সা। বেনফিকার বিপক্ষে পয়েন্ট হারিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের আশঙ্কায় পড়ে গেল স্প্যানিশ ক্লাবটি।  নু-ক্যাম্পে গতকাল মঙ্গলবার রাতে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি।

এর আগে প্রথম লেগে ক্লাবটির মাঠে ৩-০ গোলে হেরেছিল তারা। এদিন ঘরের মাঠে ৬৬ ভাগ সময় বল দখলে রেখেও জালের দেখা পায়নি বার্সা। এ সময়ে আক্রমণ করেছে ১৪ বার, যার তিনটিই ছিল অনটার্গেটে যাওয়ার মতো। কিন্তু, বার্সার ফুটবলারেরা একটিও লক্ষ্যে পাঠাতে পারেনি। প্রতিপক্ষ বেনফিকাও সাত বার আক্রমণ করে গোল পেতে ব্যর্থ হয়েছে। প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করা বার্সা বিরতির পর আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। দ্বিতীয়ার্ধেও আক্রমণে ধার ছিল তাদের। ৫৮ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে একা ঢুকে পেছনে ছুটে আসা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল পাওয়ার কাছাকাছি গিয়েও বল হারিয়ে ফেলেন মেমফিস ডিপাই। এর ১০ মিনিট পর বদলি ফরোয়ার্ড উসমান দেম্বেলের ক্রসে ফ্রেংকি ডি ইয়ংয়ের হেড দারুণ নৈপুণ্যে ঠেকান গোলরক্ষক। শেষ দিকে কয়েকবার চেষ্টা করেও আর জালের নাগাল পায়নি বার্সা। এ মুহূর্তে ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সবকটি ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বায়ার্ন। তাদের নকআউট পর্ব নিশ্চিত। এই দুদলই ফিরতে লেগে মুখোমুখি হবে। বায়ার্নের ঘরের মাঠে ওই ম্যাচে জিততেই হবে বার্সাকে। শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের সমীকরণের দিকেও। কারণ, পরের অবস্থানে থাকা বেনফিকার পয়েন্ট পাঁচ। বার্সার সঙ্গে তাদের সম্ভাবনা আছে। তারা পরের ম্যাচে খেলবে গ্রুপ পর্বের তলানিতে থাকা দিনামো কিয়েভের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম