ঢাকা ১৯ এপ্রিল, ২০২৪
সংবাদ শিরোনাম
চুয়াডাঙ্গায় হিট এলার্ট জারি অস্বাভাবিক বৃষ্টিপাতে দুবাইয়ে দুদিনে ১২৪৪ ফ্লাইট বাতিল বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী মন্ত্রী-এমপিদের সন্তানেরা ভোট করতে পারবে না পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি সয়াবিন তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত নাশকতার মামলায় বিএনপি নেতা হাবিব-দীপক কারাগারে নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত সরাইলে দু’পক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০ বনশ্রীর আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

পরাজিত প্রতিক্রিয়াশীলদের শক্তিই হলো ষড়যন্ত্র, মোনাফেকি ও বেঈমানি

#

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:00 PM

news image

খন্দকার তৌহিদুন্নবি

রাজনীতিতে বরাবর ষড়যন্ত্র মোনাফেকি ও বেঈমানি ছিল এবং সেই সব মোনাফেক বেঈমানদের বিচার কখনো স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে কখনো সময়ের পরিক্রমায় ইতিহাস তাদের বিচার করেছে।যা বাংলাদেশের প্রেক্ষাপটে ভাবলে এ ভাবে বিশ্লেষন করা যায় যে, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট থেকে বিষয়টিকে বহুদলীয় গনতন্ত্রের লেবাসে, উচ্চশিক্ষার আদলে ট্রেনিং দিয়ে খুব উচুমাত্রার ট্রেইনড মোনাফেক, বেঈমান পয়দা করা হল।যারা বাংলাদেশের সকল গৌরবময় অর্জনের বুকে কালিমা লেপন করেছিল। আমরা মুক্তিযুদ্ধের পরবর্তি প্রজন্ম ঐ সকল ট্রেইন্ড গোষ্ঠী দ্বারা, বাঙালী জাতীয়তাবাদের ভিত্তিতে নির্মিত অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, প্রগতির ধারনায় ঋদ্ধ,  এক অনন্য এই স্বাধীন বাংলাদেশের পক্ষে থাকা সকল ব্যাক্তি,

প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের সাথে উচুমাত্রার ট্রেইনড মোনাফেকি, বেঈমানীর পরেও সেই কালিমা মুছেদিয়ে আলোর পথে যে যাত্রা শুরু করেছি তা স্তব্ধ করে দিতে এবার তারা শুধু কোন ব্যাক্তি প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নয় সমগ্র দেশ জাতি ও রাষ্ট্রের বিরুদ্ধে  ষড়যন্ত্রে মেতে উঠেছে, যার প্রমান সেই উচুমাত্রার ট্রেইন্ড গোষ্ঠী দ্বারা নিকট অতীত ও সাম্প্রতিক কালে এই বাংলাদেশের সকল অসামান্যা অর্জন কে রুখে দিতে, এই বাংলাদেশ নামক রাষ্ট্রে বসবাসকারী সকল মানুষের সাচ্ছন্দ্য পূর্ণ জীবন যাপন কে ব্যাহত করার জন্য, এই বাংলাদেশের প্রবাসী শ্রমিক এবং দেশি শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত মূল্যবান বৈদেশিক মূদ্রা দ্বারা এই বাংলাদেশের বিপক্ষে আমেরিকায় লবিস্ট ফার্ম নিয়োগ করা। সবথেকে বিষ্ময়কর হল সেই উচু মাত্রার ট্রেইনড মোনাফেক বেঈমান গোষ্ঠীটি তাদের আসল রুপকে আড়াল করার জন্য  রাজনীতিকে ঢাল সরূপ ব্যবহার করতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে মুক্তিযুদ্ধের প্রেরণার প্রানশক্তি, বাঙালী জাতীয়তাবাদের চেতনায় মোড়ানো অখন্ড বাঙালি জাতিসত্বার বুকে ছুরি চালিয়ে রক্তাক্ত করে মৌলিক ভিত্তিহীন নবতর এক জাতিয়তাবাদের আড়াল নিয়ে এ জাতির সাথে সবচেয়ে বড় বেঈমানীটা করল। আর এর নাম দিল বাংলাদেশী জাতীয়তাবাদ, রাজনৈতিক দলের নাম হল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বি এন পি। আর সেখানে আশ্রয় নিল এই বাংলাদশের জন্মের পূ্র্ব থেকে সকল বিজয় যাত্রার পদতলে পিষ্ঠ সব পরাজিত প্রতিক্রিয়াশীলরা। যাদের শক্তিই হল ষড়যন্ত্র মোনাফেকি ও বেঈমানী। এ ভাবেই তারা এ দেশকে দীর্ঘসময় শাসন করে প্রগতিশীল ধারনাকে রুদ্ধ করে প্রতিক্রিয়াশিলতার মারপ্যাঁচে এ জাতির সকল অগ্রগতি ও অর্জন কে হরন করেছে।আরো বিস্ময়কর হল এই ষড়যন্ত্র মোনাফেকি ও বেঈমানীর চেতনাকে ধারন করেই এই দেশে তারা আজও রাজনীতি করছে এবং তাদের ভক্ত সমর্থকও আছে। অন্তত দেশের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ও সোশাল মিডিয়া তো তাই বলে।সে কারনে খুব জোরালো ভাবেই বলা যায় মুক্তিযুদ্ধ আজও শেষ হয়নি এখনো তা চলমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম