NL24 News
২৮ জানুয়ারি, ২০২৬, 11:03 AM
ধনুটে জমি বন্ধক নিয়ে মারামারি মিথ্যা অভিযোগে বাদীর বিরুদ্ধে, পাল্টা মামলা নিলো ওসি
বগুড়া প্রতিনিধি: বগুড়া ধনুটে ১৮ জানুয়ারি রবিবার আনুমানিক সকাল ১০.৩০ ঘটিকায় শৈলমারী পাড়া গায়ের বাসিন্দা মো:নুরুল ইসলাম( ৬৫) এর ছেলে মো: নজরুল ইসলাম(৩৮) একই পাড়া গায়ের জৈনকা শিউলী বেগম (৩৫) এর কাছে থেকে নন জুডিশিয়াল স্ট্যম্পে ৫০ হাজার টাকা স্থানীয় স্বাক্ষী আজম,সজীব এর উপস্থিতে বুঝিয়া পাইয়া জৈনক মো: নজরুল ইসলাম কে জমির দখল বুঝিয়ে দেয়।এবং টাকা ফেরত না দেওয়া পযন্ত চাষাবাদ করে জমি ব্যবহার করবেন মর্মে চুক্তি হয়।অপর দিকে এজাহার নামীয় মো: তোতা (৫০)সহ তার পুত্র মো: মমিন (২৫) স্ত্রী মোছা: মরিয়ম আক্তার (৪৫)অভিযুক্তরা ঐ জমি শিউলি বেগমের মৃত স্বামীর কাছে থেকে পূর্বে লিজ নিয়েছেন মর্মে মৌখিক দাবী করে অবৈধ ভাবে জমি দখল করার উদ্দেশ্যে ঘটনার সময় ও তারিখে ৪/৫ জন অজ্ঞাতানামা লোকজন সহ বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র ধারালো রাম দা লোহার রড দিয়ে বাদীকে হত্যার উদ্দেশ্য বেধরক মারপিট করে। বাদী মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা বাদীর মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো রাম দা দিয়ে মাথায় কোপ দেয়। বাদীর চিৎকারে তার ভাবি আকলিমা এগিয়ে গেলে অভিযুক্তরা তাকে বিবস্ত্র করিয়া তার গলায় থাকা ১২ আনা সোনার চেনমালা ছিনিয়ে নেয়ে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর ফোলাযখম করে। রক্তখরন শুরু হলে বাদীর অবস্থা আশঙ্কা জনক অনুমান করে বাদীর ছোট ভাই মো: শামীম স্থানীয় লোকজনদের সহায়তায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার উদ্দেশ্যে ভর্তি করেন। জানতে চাইলে শিউলি বেগম জানান,তার মৃত স্বামী অভিযুক্ত তোতা মিয়ার কাছে থেকে কোন টাকা পয়সা নেয়নি।এবং তার কোন লিখিত ও দালিলিক প্রমান নেই।বরং তোতা মিয়া কূটকৌশলী ভূমি দস্যু হওয়ায় মিথ্যা ষড়যন্ত্র করে তার জমি দখল করার চেষ্টা করতাছে।শিউলি বেগমের জমি জোর পূবক দখলে বাধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে বেধড়ক মারপিট করে ফোলা কালাশিরা জখম করে।এবং জনসম্মুখে তাকে বিবস্ত্র করার উদ্দেশ্যে শ্লীলতাহানি করে।এই ব্যাপারে তিনি ধুনট থানায় আলাদা ভাবে অভিযোগ দায়ের করেন। ঘটনার ব্যাপারে বাদী নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি টাকা দিয়ে আইনগত ভাবে শিউলি বেগম এর কাছে থেকে জমি ইজারা নিয়েছিলাম।আমি ঘটনা স্থলে গেলে অভিযুক্তরা অর্তকিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্য গুরুতর কাটা জখম করে।মোমিন ধারালো দা দিয়ে আমার মাথায় কোপ দিলে আমি রক্তত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি তোতা মরিয়ম তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে এলোপাতাড়ি আঘাত করে পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি।আমার ছোট ভাই শামীম স্থানীয় লোকজনের সহায়তায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কত্যর্বরত চিকিৎসক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নজরুল ইসলাম মারামারি রুগি তার মাথায় ধারালো দা এর আঘাতে গভীর খত হয়ে ইনজুরি হয়েছে।খত থেকে অবিরাম রক্তখন হচ্ছিল। রক্তখরন বন্ধের জন্য রুগীর মাথার মাঝ খানে ৬ টা সেলাই দেওয়া হয়ছে।এছাড়া ও রোগীর সারা শরীর ফোলা রক্তত যখম ছিলো। ৩ দিন হাসপাতালে ভর্তি থেকে আংশিক সু্স্থ হয়ে প্রয়োজন ব্যবস্থা পত্র গ্রহন করে রোগী ছাড় পত্র নিয়েছেন। সরজমিনে গিয়ে স্থানীয় লোকজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়,ঘটনার পর বাদী থানায় হাজির হয়ে ২৪ শে জানুয়ারি ২০২৬ ইং তারিখে ধুনট থানার জিআর ১৯/২০২৬ নং মামলা করার ২ দিন পর ২৬ জানুয়ারি এই ঘটনার সময় ও তারিখ উল্লেখ্য করে এজাহার নামীয় অভিযুক্ত তোতা মিয়ার শ্যালক মো: আবু বক্কর সিদ্দিক (৩৮) বাদী হয়ে ধনুট থানার জিআর ২১/২০২৬ নং মিথ্যা পাল্টা মামলা দায়ের করে। ঘটনার বিষয় এবং পাল্টা পাল্টি মামলার বিষয়ে জানতে চাইলে ধুনট থানা পুলিশ কথা বলতে রাজি হয়নি।