ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি ছেলের পরকীয়া ঠেকাতে মায়ের ফোন, ‘বিমানে বোমা আছে’ ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালীতে নামছে পানি, বাড়ছে দুর্ভোগ চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ীদের রক্ষা করব: নাহিদ প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত করা হবে : আসিফ নজরুল গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি

দেশ অর্থনৈতিকভাবে আগাচ্ছে ঠিকই, শৃঙ্খলা রক্ষা হচ্ছে না : এফবিসিসিআই

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৪,  2:56 PM

news image

এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী বলেছেন, আমাদের দেশ অর্থনৈতিকভাবে আগাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের শৃঙ্খলাগুলো রক্ষা করা হচ্ছে না। এটা সমুন্নতভাবে রক্ষা করতে হবে। শনিবার (২ মার্চ) সকালে বেইলি রোডে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় আমিন হেলালী বলেন, আগুন লাগা রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে যারা নোটিশ দিয়েছিল তারা এখন শুধু ব্যবসায়ীদের দোষ দিচ্ছে। তারা নোটিশ দিয়ে দোষ শুধু ব্যবসায়ীদের ঘাড়ে তুলে দিচ্ছেন। এই ঘাড়ে তোলাতুলি বন্ধ না করলে সমস্যা সমাধান হবে না। যারা এগুলো নিয়ন্ত্রণ করবে তারা মূল অথরিটি। তাদের হাতে আইন আছে, আমাদের ব্যবসায়ীদের হাতে কোনো আইন নাই। তিনি বলেন, এই ভবনে যারা ব্যবসা করতে এসেছেন তারা কি কোনো সার্টিফিকেট ছাড়া এসেছেন? সার্টিফিকেটগুলো কীভাবে পেয়েছেন? যারা ব্যবসা করতে এসেছেন তাদের সার্টিফিকেটগুলো যারা দেন তারা এতদিন কি করেছেন?

তিনি আরও বলেন, এখন দোষাদোষী করে সামনে আগানোর সময় নেই। এক একটা করে দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনা ঘটার পর আমরা একে দোষ দিচ্ছি, ওকে দোষ দিচ্ছি। একটা দুর্ঘটনা ঘটলে আমাদের কার কী দোষ সেগুলো বের করি, সেটা না করে যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার মধ্যে আসতে হবে।আমিন হেলালী বলেন, আমাদের ব্যবসায়ীদের জন্য প্রয়োজন সুস্থ পরিবেশ। এটার জন্য সরকারের বিভিন্ন রেগুলেটরির দায়িত্ব আছে। ব্যবসায়ীদের কাজ হল ব্যবসা করা। তাদের জন্য সুস্থ পরিবেশ তৈরি করা সরকারের কাজ, বিভিন্ন অধিদপ্তরের কাজ। এখন তাদেরকে দোষী করার সময় নেই। যার যে দুর্বলতা আছে সেটাকে আইডেন্টিফাই করে আর যেন এমন দুর্ঘটনায় পতিত না হতে হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম