ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা বিশ্ববাজারে আরেক দফায় বাড়তে পারে স্বর্ণের দর, নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫ সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না: ড. আলী রীয়াজ ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি; অস্ত্র ও গুলি উদ্ধার যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে অনড় জাপানের প্রধানমন্ত্রী

দেশের প্রয়োজন হলে মোস্তাফিজকে টেস্ট খেলতে হবে

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  10:39 AM

news image

টেস্ট খেলতে মোস্তাফিজুর রহমানের অনাগ্রহ থাকলেও দেশের প্রয়োজন হলে তাকে ডাকা হবে, এমনটি জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর একটি হোটেলে বিসিবির ইফতার আয়োজন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষ করেই আইপিএল খেলতে ভারতে চলে যান মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের একাদশে নিয়মিতই দেখা যাচ্ছে এ বাঁহাতি পেসারকে। ঘরের মাঠে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মোস্তাফিজকে বাংলাদেশ দলে পাওয়া সহজ ব্যাপার নয়।

কেননা বিসিবি পুরো আইপিএল মৌসুমের জন্যই তাকে অনাপত্তিপত্র দিয়েছে। সে অনুযায়ীই সাউথ আফ্রিকায় টেস্ট না খেলে দিল্লির জার্সিতে নেমেছেন টি-টুয়েন্টির বড় মঞ্চে। শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশের টেস্টর তিন পেসার পড়েছেন ইনজুরিতে। ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম অনিশ্চিত সামনের সিরিজে। তাইতো প্রশ্ন উঠেছে জাতীয় দলের এই দুর্দশায় মোস্তাফিজকে কী ফেরানো সম্ভব! বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান শনিবার বলেন, ‘আমরা খেলোয়াড়দের একটা ফর্ম পাঠিয়ে দিয়েছিলাম কে কোন ফরম্যাট খেলতে চায়। সে অনুযায়ীই তাদের দলে রাখা হয়েছে। মোস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। কিন্তু ও বলল কি বলল না, সেটা বড় কথা নয়। আমাদের যখন দরকার হবে, অবশ্যই সে খেলবে। এখন যদি শ্রীলঙ্কা সিরিজেও মোস্তাফিজকে দরকার হয় অবশ্যই সে খেলবে।’ কোনো সুযোগ আছে তাকে ডাকতে পারেন-এ প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, অবশ্যই। ইবাদত, শরিফুল, তাসকিন-এ তিনজন টেস্টের জন্য আছে। ধরেন এরা যদি থাকে সেখানে আমি মোস্তাফিজকেও রাখি তাহলে ম্যানেজমেন্ট বা কোচিংস্টাফ খেলাবে কিনা আমি জানি না। কিন্তু যখন দরকার হবে ডেফিনেটলি ও খেলবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম