ঢাকা ৩০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় মহাসড়কে আলু ফেলে চাষিদের বিক্ষোভ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ দুইজন এখনও আইসিইউতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ জমা দিলো কারিগরি কমিটি স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ১৮৬ বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার: ডিএমপি নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড

তেলের লরি উল্টে আগুন; চালকের পর মারা গেলেন হেলপারও

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৪,  10:48 AM

news image

সাভার হেমায়েতপুর তেলের লরি উল্টে আগুনের ঘটনায় মো: সাকিব (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ট্রাকের হেলপার ছিলেন। এ নিয়ে এ ঘটনায়  মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ (চার) জনে।  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো: তরিকুল ইসলাম জানিয়েছিলেন সাকিবের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত (৩ এপ্রিল) ১ টা ২০ মিনিটে মারা যায়। বরগুনা সদর উপজেলার মো: আবেদ আলীর ছেলে সাকিব। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। তার বড় ভাই মো: নাঈম বলেন, অভাবের সংসার। তাই চার মাস আগে তাকে কাজে দেয়া হয়।

সে ট্রাকের হেলপারের কাজ করতো। আমি পাইলিংয়ের কাজ করি।  বাবা খাগড়াছড়িতে অটোরিকশা চালান। তিনি বলেন, যতটুকু জেনেছি, তাদের ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিল। ভোরে সংবাদ পাই সে আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে এসে দেখি তার গোটা শরীর পুড়ে গেছে। উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার ইকবাল মারা যান। পরে আড়তদারি ব্যাবসায়ী নজরুল ইসলাম নামে আরেকজন শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পর মারা যান। একই দিন রাত সাড়ে ৯ টায় ট্রাক চালক হেলাল হাওলাদার মারা যান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম