ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন

ঢাবি কবি জসীম উদদীন হলের ১জন শিক্ষার্থীর ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং ৯জনের মেধাবৃত্তি লাভ

#

ঢাবি প্রতিনিধি:

১৯ নভেম্বর, ২০২৫,  1:51 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদদীন হলের ১জন শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং ৯ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গতকাল ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাকসু’র ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস এস এম ফরহাদ এবং কবি জসীম উদদীন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন স্মারক বক্তৃতা প্রদান করেন। সহকারী আবাসিক শিক্ষক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া অনুষ্ঠান সঞ্চালন করেন। একাউন্টিং বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন কবি জসীম উদদীন হল ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক লাভ করেছেন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মো. রহিম মিয়া (ইতিহাস), জামিউল হাসান (ফারসি ভাষা ও সাহিত্য), ওমর ফারুক (ডেভেলপমেন্ট স্টাডিজ),মো. মিফতাহুল ইসলাম (সমাজকল্যাণ ও গবেষণা), মো. বিল্লাল হোসাইন (সমাজকল্যাণ ও গবেষণা), মাশরিকী ইসলাম (ইংরেজি), মো. রাকিবুল হাসান (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), সাঈদ মোহাম্মদ খাইরুল আযম (উর্দু) এবং মো. মাসুম বিল্লাহ (ইসলামিক স্টাডিজ)। উল্লেখ্য, অনুষ্ঠানে কবি জসীম উদদীন হল সংসদের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সম্মাননা এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া, ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম