NL24 News
৩১ জানুয়ারি, ২০২৬, 4:23 PM
লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা
আহাম্মদ আলীঃ ধর্মীয় ভাব গাম্বীর্য ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শেষ হয়েছে তিন দিন ব্যাপী বার্ষিক সূন্নী এস্তেমা। প্রতি বছরের ন্যায় শনিবার দুপুরে লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফ আয়োজিত আখেরী মোনাজাত পরিচালনা করেন গদিনিশীন পীর মাওলানা শাহ্ মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী। এ সময় আমিন আমিন ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে যায়। মোনাজাতে অংশ নেয় লক্ষ্মীপুর জেলা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মুসল্লি। উপস্থিত ছিলেন আশেকান তরিকতের ভক্তবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পীরজাদা শাহ্ মোহাম্মদ রেজায়ে রাব্বী সিদ্দিকী। এর আগে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিন ব্যাপী এই বার্ষিক সুন্নী এস্তেমা। মোনাজাতের পর মুসল্লীরদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।