ঢাবির 'খ' ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ
ঢাবি প্রতিনিধি:
২৭ জুন, ২০২২, 2:34 PM
ঢাবি প্রতিনিধি:
২৭ জুন, ২০২২, 2:34 PM
ঢাবির 'খ' ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল সোমবার (২৭ জুন) প্রকাশ করা হয়েছে। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করেন। এ বছর ‘খ’ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬ হাজার ৯৭২ শিক্ষার্থী। পাস করেছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এ বছর এই ইউনিটের মাধ্যমে ১ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী ঢাবিতে ভর্তির সুযোগ পাবেন। গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের আটটি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়৷