ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির নতুন আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে হজ অত্যাধুনিক করতে সৌদি সরকারের নতুন ২ উদ্যোগ পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭১ হাজার প্রবাসীর নিবন্ধন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাবিতে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত

#

ঢাবি প্রতিনিধি:

২৮ মার্চ, ২০২২,  2:17 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। রোববার (২৭ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাবিতে ৪টি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পুনর্গঠিত ৪টি ইউনিট হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

তবে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আগের মতোই ক, খ, গ, ঘ এবং চ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এদিকে, প্রায় দুই বছর ভর্তি কার্যক্রম বন্ধ থাকার পর নতুন নীতিমালার আলোকে ‘প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ (সান্ধ্য কোর্স) ফের চালুর অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। জাতীয় চাহিদা বিবেচনায় নিয়ে একটি নীতিমালার আলোকে এই প্রোগ্রাম চালু করা হবে বলে জানিয়েছে ঢাবির এই নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম।এছাড়া সভায়, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচ.ডি বা সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা, কর্পোরেট শিষ্টাচার, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, সৃজনশীল মননশীলতার বিকাশ প্রভৃতি উন্নয়নের জন্য আবাসিক হল ও হোস্টেলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের দায়-দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন কর্মকৌশল বাস্তবায়ন বিষয়ে প্রভোস্ট কমিটি প্রণীত নীতিমালা সভায় আলোচনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম