
নিজস্ব প্রতিনিধি
২৭ মার্চ, ২০২৩, 3:48 PM

ট্রেনে ওঠার সময় পা পিছলে নারী নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশনের তিন নম্বর লাইনে ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে এক নারী নিহত হয়েছেন।সোমবার (২৭ মার্চ) দেওয়ানগঞ্জের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পুরাতন ডাকাতিয়াপাড়ার মুকসেদ আলীর মেয়ে মুর্শেদা বেগম (৪৫)।নিহতের বড় ভাই জানান, দীর্ঘদিন ধরে আমার বোন মুর্শেদা অসুস্থ ছিলেন। সোমবার সকালে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ স্টেশন থেকে কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার সময় দৌড়ে উঠতে যান তিনি। পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মুর্শেদা। উপ-পরিদর্শক (এএসআই) হোসেন জানান, সোমবার সকালে ট্রেনে উঠতে গিয়ে মুর্শেদা কাটা পড়ে মারা যান।