আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট, ২০২২, 10:35 AM
জেলেনস্কির সতর্কতার পর কিয়েভে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেনের স্বাধীনতাপ্রাপ্তি দিবস আগামীকাল (২৪ আগস্ট)। কিন্তু দিবসটিতে গণ জমায়েতের মতো অনুষ্ঠান নিষিদ্ধ করেছে ইউক্রেন। রাজধানী কিয়েভ থেকে আলজাজিরার তেরেসা বো বলেছেন, যেকোনো ধরনের গণ জমায়েত নিষিদ্ধ করেছে ইউক্রেন। অন্যদিকে শহর প্রশাসন নিরাপত্তা বাহিনীকে ক্ষেপণাস্ত্র কিংবা বোমা হামলার মতো যেকোনো ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। আল জাজিরার বরে বলা হয়েছে, স্বাধীনতা দিবসে রাশিয়া ‘বিশেষ খারাপ কিছু করতে পারে’ জেলেনস্কির এমন সতর্কবার্তার পর, স্বাধীনতা দিবস পালন নিষিদ্ধের পদক্ষেপ নেওয়া হলো। যুদ্ধের ফ্রন্টলাইন থেকে রাজধানী কিয়েভ অনেক দূরে। মার্চে রুশ বাহিনী রাজধানী দখল করতে চেয়েছিল। কিন্তু ইউক্রেনীয় বাহিনী তাদের পিছু হটতে বাধ্য করার পর শহরে খুব কমই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।