ঢাকা ১৩ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে : তারেক রহমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে বাড্ডায় চলন্ত বাসে আগুন গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

চিংড়ি পরিষ্কার করার সহজ উপায়

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ আগস্ট, ২০২৩,  1:17 PM

news image

তাজা রান্না করা সুস্বাদু চিংড়ি মাছ খেতে কে না ভালোবাসে? কিন্তু এটি রান্না করা খুব ঝামেলা হয়ে থাকে। কারণ এটি পরিষ্কার করা সহজ কাজ নয়। তবে, এটি পরিষ্কার করার কিছু সহজ উপায় রয়েছে, যা মেনে চললে আপনি সহজেই বাড়িতে চিংড়ি রান্না করে খেতে পারবেন। সবার আগে আপনাকে তাজা চিংড়ি বেছে নেওয়া জানতে হবে।

গন্ধ 

বাজার থেকে তাজা চিংড়ি কেনার সময়, এর গন্ধ নেওয়ার চেষ্টা করুন। চিংড়ি তাজা হলে হালকা সামুদ্রিক গন্ধ পাবেন। তীব্র গন্ধ বা অ্যামোনিয়া জাতীয় গন্ধ পাওয়া গেলে, সেই চিংড়ি না কেনা ভালো। কারণ এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। 

চেহারা

দৃঢ়, স্বচ্ছ এবং চকচকে খোল রয়েছে, এমন চিংড়ির সন্ধান করুন। বিবর্ণ বা কালো দাগযুক্ত চিংড়ি কেনা এড়িয়ে চলতে হবে।

আকার

চিংড়ি বিভিন্ন আকারে হয়ে থাকে। তাই আপনার রেসিপি অনুসারে মাপ বেছে নিতে হবে। এক্ষেত্রে বড় চিংড়িতে তীব্র গন্ধ থাকতে পারে। আবার ছোট চিংড়ি থেকে মিষ্টি গন্ধ পাওয়া যেতে পারে।

হিমায়িত

হিমায়িত চিংড়ি কেনার সময় লক্ষ্য রাখতে হবে যে, সেগুলো একটি বায়ুরোধী প্যাকেজে সঠিকভাবে সিল করা হয়েছে। 

রান্নার আগে কীভাবে চিংড়ি পরিষ্কার করবেন

চিংড়ির খোসা ছাড়ানোর জন্য এক হাতে চিংড়ি ও অন্য হাতে লেজ ধরুন। আলতোভাবে মোচড় দিন। লেজ টান দিন। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তবে ধুতে ধুতে বেশি পিচ্ছিল করে ফেলবেন না। 

চিংড়ি পরিষ্কার করার সময় অবশ্যই এর শিরাগুলো অপসারণ করতে হবে। এগুলো মানুষের জন্য ক্ষতিকারক। অনেক সময় এগুলো গুরুতর অ্যালার্জি বা অসুস্থতার কারণ হতে পারে। খোসা অপসারণের সময়ই চিংড়ির শিরাটি পরিষ্কার করে ফেলতে হবে। এজন্য একটি ধারালো ছুরি নিতে হবে। এরপর শিরা বের করে ফেলে দিতে হবে। মনে রাখবেন যে, শিরাটি অপসারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এটি চিংড়ির স্বাদ এবং গঠনকে প্রভাবিত করতে পারে।

মাথা অপসারণের সময় চিংড়ির শরীর ধরুন। এরপর মাথাটা মুচড়ে দিতে হবে। চিংড়ি সঠিকভাবে পরিষ্কার করলে এর স্বাদ বেড়ে যায়। তাই রান্নার আগে এই কাজটি সঠিকখাবে করেতে হবে।

-সূত্র : টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম