ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

চলতি বছরে সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন, বাকিরা কত

#

ক্রীড়া প্রতিবেদক

১১ মার্চ, ২০২৫,  12:54 PM

news image

আসন্ন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এ ছাড়াও টেস্ট ক্রিকেটে বাড়তি গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে। সেই পরিকল্পনা মাথায় রেখে ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড।  যেখানে ৫টি সেলারি গ্রেডে জায়গা পেয়েছে ২২ জন ক্রিকেটার। সোমবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। তিনি মাসিক ১০ লাখ টাকা বেতন পাবেন। যা চলতি বছরের সর্বোচ্চ। ‘এ’ ক্যাটাগরির তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস মাসিক ৮ লাখ টাকা করে পাবেন। কয়েকদিন আগেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। তাই এখন থেকে তিনি বিবেচ্য হবেন ‘বি’ গ্রেডের ক্রিকেটার হিসেবে। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা বেতন পাবেন ৬ লাখ টাকা করে। এখানে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা। তবে নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদউল্লাহ। আর সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসানরা জায়গার পেয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে। মাসিক ৪ লাখ টাকা করে বেতন পাবেন তারা। সবশেষ ‘ডি’ ক্যাটাগরিতে আছেন দুজন-নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। তারা ২ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন। আসুন এক নজরে দেখে নিই কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে

ক্যাটাগরি    বেতন খেলোয়াড়
এ+          ১০ লাখ তাসকিন আহমেদ।
         ৮ লাখ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম (‘বি’ ক্যাটাগরিতে নেমেছেন)।
বি          ৬ লাখ মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (নাম প্রত্যাহার), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়,
                                হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি           ৪ লাখ সাদমান ইসলাম, সৌম্য সররকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম,
                                রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান।
ডি           ২ লাখ নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম