ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

ক্রাইস্টচার্চে টাইগারদের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে আরও তিন

#

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২১,  10:14 AM

news image

শেষ হয়েও হলো না শেষ! স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এবং কোভিডে আক্রান্ত এক বিমানযাত্রীর আশপাশে থাকাদের বাদ দিয়ে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের অন্যরা কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছিলেন কাল। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারলেও সবাই মাঠেও গিয়েছিলেন। কোয়ারেন্টিন সেন্টার ছেড়ে কাল তাঁদের উঠে যাওয়ার কথা ছিল টিম হোটেলেও। কিন্তু এরপরই এল দুঃসংবাদ।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন করে জানানো হয়, বাংলাদেশ দলের সবাইকেই আরও তিন দিন রুম কোয়ারেন্টিন করতে হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেও হেরাথের সঙ্গে একই ফ্লাইটে থাকায় ‘ইয়েলো ব্যান্ড’ পরতে হবে সবাইকেই। মাঠে গিয়ে অনুশীলন, জিমনেসিয়ামে যাওয়া—এসবও বন্ধ থাকবে। কয়েক দিন ধরেই ক্রাইস্টচার্চের আবহাওয়া তেমন সুবিধার নয়। টানা বৃষ্টি আর কনকনে ঠান্ডায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের জবুথবু অবস্থা। তবে কালকের দিনটা ছিল অন্য রকম। বিজয়ের সুবর্ণজয়ন্তী বলে কথা! সুদূর নিউজিল্যান্ডে থেকেও ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীত গাইলেন মুশফিকুর রহিম-তাসকিন আহমেদরা। উপলক্ষটাতে অন্য রকম একটা স্বস্তির আনন্দও ছিল বাংলাদেশ দলের মধ্যে। কোয়ারেন্টিনের বিধিনিষেধের পর অবশেষে মাঠের চেহারা যে দেখতে পেলেন সবাই!

রঙ্গনা হেরাথ করোনা সংক্রমিত হওয়ার পর দলের সবার মধ্যেই ভীতি ছড়িয়ে পড়েছিল। কিন্তু সর্বশেষ করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ায় স্বস্তি পেয়েছিল টিম ম্যানেজমেন্ট। মাঠে গিয়ে অনুশীলন করতে না পারলেও মুক্ত বাতাসে শ্বাস নিতে পেরেছিলেন সবাই। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ক্রাইস্টচার্চ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজকে (গতকাল) আমাদের কিছু ভালো খবর আছে। আমরা সবাই নেগেটিভ হয়েছি (কোভিড পরীক্ষায়) এবং আমাদের অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছে। আমরা অনুশীলনে গিয়েছিলাম। যদিও বৃষ্টি হচ্ছে, অনুশীলন করতে পারিনি। আমরা এখন জিম সেশন করব। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই ভালো ও সুস্থ আছে।’ কিন্তু এরপরই এল সেই অস্বস্তির খবর। ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের সবারই কোয়ারেন্টিনে কাটবে আরও তিন দিন। আর করোনায় আক্রান্ত হেরাথকে তো নিয়ে যাওয়া হয়েছে কোভিড সেন্টারেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম