ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

কুয়াশায় পঞ্চগড়ে বাড়ছে শীত

#

নিজস্ব প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২১,  11:48 AM

news image

উত্তরের জেলা পঞ্চগড় একটি শীত প্রবণ জেলা। বরাবরেই এখানে শীতের তীব্রতা বেশি হয়ে থাকে। হিমালয় কাছাকাছি হওয়ায় নভেম্বর মাস হতে শীতের প্রকোপ শুরু হয়েছে। তবে এবার অক্টোবর মাসের ২য় সপ্তাহে শীতের কুয়াশা শুরু হয়। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল নয়টায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় বিরাজ করছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি। গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়তে দেখা গেছে। ধীরে ধীরে শীতের আমেজ শুরু হচ্ছে এই জেলায়। সন্ধ্যা হলেই শীতের তীব্রতা বেড়ে যায় এই জেলায়। প্রতিদিনই সন্ধ্যার পর কুয়াশার সাথে ঠান্ডা বাতাস বইছে পঞ্চগড়ে। ভোর পাঁচটা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তখন হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাফেরা করতে হয়। কুয়াশার কারণে নদী তীরবর্তী মানুষেরা দূর্ভোগে পড়েছেন। তবে সূর্য উঠার সাথে সাথে কুয়াশা চলে যায়। বিকেল হলে রোদের তীব্রতা কমে গিয়ে ঠান্ডার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শীত চলে এসেছে রাতের বেলায়। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে এজন্য বেশি ঠান্ডা অনুভুত হচ্ছে। নিম্ন আয়ের বিভিন্ন শ্রমজীবি লোকেরা রাতের বেলায় গরম কাপড় ছাড়া বাইরে বের হচ্ছে না। পঞ্চগড় পৌরসভা এলাকার মোটরসাইকেল চালক ফরহাদা হোসেন মঙ্গলবার সকালে আরটিভি নিউজকে জানিয়েছেন, গত কয়েকদিন থেকে শীতের পোশাক ছাড়া গাড়ি চালাতে পারছি না। কুয়াশা না থাকলেও দিনের বেলাতে ঠান্ডা লাগে। রাতের বেলায় শীত। দিনের বেলায় গরম অনুভুত হচ্ছে। জ্যাকেট ছাড়া গাড়ি চালাতে পারছিনা। এদিকে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে পঞ্চগড়ে । সপ্তাহ জুড়ে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছিল পঞ্চগড় জেলায়। গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি । তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানিয়েছেন, এবছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই শীতের আমেজ তৈরি হয়েছে। মূলত হিমালয় কাছাকাছি হওয়ায় শীতের প্রকোপ পড়তে শুরু করেছে। মৌসুমি বায়ুর প্রভাবে ধীরে ধীরে ঠান্ডার পরিবেশ বিরাজ করতে শুরু করেছে। নভেম্বরের শুরুতে কুয়াশার পরিমান বাড়তে পারে সেই সাথে কমবে তাপমাত্রাও। মৌসুমি বায়ুর প্রভাবে ঠান্ডা বাতাসের কারণে রাতের বেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম