ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  10:12 AM

news image

একদিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। বিশ্বে গত একদিনে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭৯ জনের। এ সময় শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৬১২ জন।  করোনার শুরুতে থেকে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৯ হাজার ৬৮১ জনের। আর শনাক্তের সংখ্যা ৬০ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৪৯১ জন।  বিশ্বে গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে। এরপরই রয়েছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। আর শনাক্তের দিক দিয়েও শীর্ষে রয়েছে জাপান। এরপরই আছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।  করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (৩০ আগস্ট) এ তথ্য জানা গেছে।  এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষ থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৩০ হাজার ১৪৮ জন। এসংখ্যা নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৯ কোটি ৬০ লাখ ৯১ হাজার ১২০ এবং ১০ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন।  ব্রাজিলে এ সময়ে মৃত্যু হয়েছে ১৭০ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪৫৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার ২০৫ এবং ৬ লাখ ৮৩ হাজার ৭১৮ জন। জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২২৫ জন। আর মৃত্যু হয়েছে ২৩৫ জনের। এশিয়ার এ দেশটিতে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা গত এক মাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়াও গত একদিনে করোনায় আক্রান্তের দিক দিয়ে ঊর্ধ্বমুখী দেশের কাতারে রয়েছে- দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও তাইওয়ান।  উল্লেখ্য, ২০১৯ সালে ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে এই করোনাভাইরাসের উৎপত্তি। এরপরই এটি বিশ্বব্যাপী দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়লে বিশ্ব স্বাস্থ্য সংখ্যা ২০২০ সালের মার্চে একে মহামারি হিসেবে ঘোষণা করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম