ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২৫,  1:12 PM

news image

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, এটি বৃহস্পতিবারের (১৯ জুন) মধ্যেই উপকূলে আঘাত হানতে পারে।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, এরিক এরই মধ্যে ক্যাটাগরি-২ মাত্রায় পৌঁছেছে এবং আঘাত হানার আগেই এটি ক্যাটাগরি-৩-এ রূপ নিতে পারে। বর্তমানে ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার ছাড়িয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এরিক দক্ষিণ মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া ও আকস্মিক বন্যা তৈরি করতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে ওয়াঝাকা ও গুয়েরেরো রাজ্য। ওই অঞ্চলে ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মেক্সিকোর নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লরা ভেলাজকুয়েজ জানিয়েছেন, ঝড়ের আঘাত মোকাবিলায় উপকূলীয় রাজ্যগুলোয় ২ হাজারের মতো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। চিয়াপাস, গুয়েরেরো ও ওয়াঝাকা রাজ্যে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির ভেতরে অবস্থান করতে এবং সরকার ও জরুরি বিভাগের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছেন।

২০২৩ সালের অক্টোবরে ঘূর্ণিঝড় ‘ওটিস’ আকাপুলকোতে আঘাত হানে। এটি ছিল ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় এবং তাতে কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় ‘এরিক’-এর গতিবেগ ও গতিপথ পর্যবেক্ষণে রয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। একই সঙ্গে সরকার ও নাগরিক সুরক্ষা সংস্থা জনগণকে নিরাপদে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে সতর্ক থাকতে ও নির্দিষ্ট দিকনির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম