ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

আমি কোনো জবাব দেব না, সাফ জানিয়ে দিলেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট, ২০২২,  10:27 AM

news image

পারিবারিক ব্যবসায় কথিত জালিয়াতির বিষয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কোনো প্রশ্নের উত্তর দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন- প্রশ্নের উত্তর না দেয়ার জন্য সংবিধানের পঞ্চম সংশোধনীতে দেওয়া অধিকার প্রয়োগ করবেন। খবরে বলা হয়, ট্রাম্পের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান মিথ্যা আর্থিক বিবরণী প্রদান করে ঋণদাতা, বিমাকারী এবং কর কর্তৃপক্ষকে বিভ্রান্ত করেছে কিনা তা নিয়ে নাগরিক তদন্তের অংশ হিসেবে সাবেক এই প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করার কথা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসের। ট্রাম্প জানিয়েছেন, তার পঞ্চম সংশোধনীর আশ্রয় নেয়া ছাড়া ‘কোনো বিকল্প নেই’। সংবিধানের এই সংশোধনীতে কোনো সন্দেহজনক অপরাধের তদন্তে জিজ্ঞাসাবাদে ক্ষেত্রে আত্মসুরক্ষার জন্য নীরব থাকার অধিকার দেয়া হয়েছে। সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীনে প্রতিটি নাগরিকের জন্য প্রদত্ত অধিকার ও সুযোগ-সুবিধার অধীনে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছি।’ এ বিষয়ে তার আইনি পরামর্শক দল পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। পঞ্চম সংশোধনীর সুযোগ নেয়ার বিষয়ে তিনি বলেছেন, ‘যখন আপনার পরিবার, আপনার কোম্পানি এবং আপনার আশেপাশের লোকজনকে আইনজীবী, প্রসিকিউটর এবং মিথ্যা সংবাদ পরিবেশনকারী সংবাদমাধ্যমগুলো ভিত্তিহীন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উইচ হান্টের লক্ষ্যে পরিণত করে, তখন আপনার কাছে আর কোনো বিকল্প থাকবে না।’ এর আগে সোমবার পাম বিচ শহরের মার-এ-লাগোতে ট্রাম্পের বাড়িতে অভিযান চালায় এফবিআইয়ের গোয়েন্দারা। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকারি নথি সরানোর অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম