ঢাকা ১৬ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
দুই সপ্তাহের মধ্যে চাউলের দাম সহনীয় হবে : বাণিজ্য উপদেষ্টা সাভারে পৃথক ঘটনায় ৩ ছিনতাইকারী ও মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৬ বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ১৮৯ টাকা নির্ধারণ হজযাত্রীদের জন্য ‘সৌদি পারমিট’ নিয়ে নতুন নির্দেশনা সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসছে ভারত আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা যাবে: আলী রীয়াজ শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে’ ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা

অবরোধের পর বুকভরা স্বপ্ন নিয়ে সমুদ্রে কুয়াকাটার জেলেরা

#

২৬ অক্টোবর, ২০২১,  1:53 PM

news image


পটুয়াখালী প্রতিনিধি : মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সোমবার ২৫ অক্টোবর মধ্যরাত থেকে রূপালী ইলিশের সন্ধানে সাগরে নেমেছে কুয়াকাটাসহ মহিপুর, আলিপুর উপকুলের জেলেরা। প্রচুর ইলিশ শিকার করে ঋণের বোঝা খালি করার স্বপ্ন মৎস্যজীবিদের। কুয়াকাটার জেলে দেলোয়ার মোল্লা বলেন, আমরা সব সময় সরকারি নির্দেশ মেনে গভীর সমুদ্রে মৎস্য শিকার করি, এবারো মা ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নির্দেশ মেনে সমুদ্র থেকে ২২ দিনের জন্য মৎস্য শিকার সম্পূর্ণ বন্ধ রাখি। অবরোধ শেষ হয়েছে আমরা আশা করছি সাগরে পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা পড়বে আমাদের জালে। দেশের অন্যতম মৎস্য বন্দর আলীপুরের জেলে মনির মাঝি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আমরা আনন্দিত। আবহাওয়া অনুকুলে থাকলে আশা করি ইলিশ শিকার করে আমাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। কুয়াকাটার একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর ইলিশের ভরা মৌসুমে মাছ না পেয়ে উপকুলের  জেলেরা অনেক দেনাগ্রস্থ হয়ে পড়েছেন। তারা আশা করছেন এবার বিগত দিনের ন্যয় ইলিশ ধরা পড়লে ধার দেনা পরিশোধ করতে পারবেন।  কুয়াকাটা আশার আলো পুনর্বাসন মৎস্যজীবী  জেলে সমবায় সমিতির সভাপতি মো.নিজাম শেখ বলেন, অবরোধকালীন সময়ে যদি প্রতিবেশী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমানায় মাছ ধরতে না পারে তাহলে জালে প্রচুর ইলিশ ধরা পড়বে। আমাদের জেলেরা দেনাপাওনা দিয়ে ভালো ভাবে থাকতে পারবে। কুয়াকাটা পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: মনির শরীফ বলেন, আমরা জেলেদের সরকারি সহযোগিতা করেছি, সব সময় কুয়াকাটা জেলেদের পরামর্শ  দিয়েছি, আমি সকালের দিকে জেলে পাড়া গুলোতে গিয়েছিলাম সাগরে প্রচুর ইলিশের আশায় বুকবেধে আছে কুয়াকাটার জেলেরা। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেছেন, এবার ২২দিন অবরোধে জেলেরা আমাদের অনেকটা সহযোগিতা  করেছেন। আমরা দিন-রাত মা ইলিশ রক্ষায় কাজ করেছি। সব মিলিয়ে ২২ দিনের অবরোধ সফল হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম