ঢাকা ২৭ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আগামীর বাংলাদেশ গঠনে যুব ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা থাকবে : ইসি সচিব ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া সিলেটে ভূমিকম্প অনুভূত প্লট দুর্নীতির মামলায় জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমানবাহিনী প্রধান বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত আধুনিক দাকোপ গড়তে ধানের শীষের বিকল্প নাই : জিয়াউর রহমান পাপুল

‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৫,  2:45 PM

news image

নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ অন্তর্ভুক্ত ৫ ব্যাংকের কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী। তিনি বলেন, ৩৫০ কোটি টাকা তারল্য সহায়তা রেখে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের অন্তর্ভুক্ত ৫ ব্যাংক কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংকগুলোর চরম তারল্য সংকট ও আর্থিক অনিয়মের কারণে এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন গভর্নর। তবে এই সিদ্ধান্ত পুনর্গঠনের অংশ ও সাময়িক বলে জানিয়েছেন মুখপাত্র। তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারভিত্তিক বেতন পাবেন কর্মকর্তারা। এর আগে গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। আর গত ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক 'সম্মিলিত ইসলামী ব্যাংক'কে প্রাথমিক লাইসেন্স দেয়া হয়েছে।  অর্থবছরের প্রথম প্রান্তিকে মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে ২৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় নীতি সহায়তায় ব্যবসা-বাণিজ্যে ধীরগতি কাটতে শুরু করেছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কোন ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে তার ওপর নির্ভর করবে আর্থিক খাতের ভবিষ্যৎ সফলতা। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১১৪০ দশমিক ৮২ বা ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স। চলতি বছরের জুন পর্যন্ত দেশে বিতরণকৃত মোট ঋণের ৩৪ দশমিক ৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে যা ২০০০ সালের পর সর্বোচ্চ। এতে দেশের ব্যাংকিংখাতের নাজুক অবস্থা আরও, সেটা স্পষ্ট হয়ে উঠছে। আর্থিক সুশাসন নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম